২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩০

পাহাড়িদের বাড়িঘরে হামলার নিরপেক্ষ তদন্ত চায় অ্যামনেস্টি

অনলাইন ডেস্ক:

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংগঠনটি সরকারের প্রতি তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করারও আহ্বান জানিয়েছে।

সোমবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত দু’পৃষ্ঠার এক বিবৃতিতে এ আহ্বান জানায় অ্যামনেস্টি। এতে সরকারের প্রতি বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।

এক. হামলার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ, পক্ষপাতহীন ও নিরপেক্ষ তদন্ত করতঃ তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। দুই. এ ঘটনায় যারা দায়ী তাদের সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। তবে তা মৃত্যুদন্ড এড়িয়ে। তিন, পাবর্ত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের বিরুদ্ধে এ হামলায় নিন্দা জানাতে হবে প্রকাশ্যে। এমন ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া পাহাড়ি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে আরো পদক্ষেপ নিতে হবে সরকারকে। চার. শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

অ্যামনেস্টি বলেছে, গত শুক্রবার একটি রাজনৈতিক দলের স্থানীয় শাখার একজন সদস্য মারা যান। তার মৃতদেহ নিয়ে বাঙালি সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন সংগঠন একটি র‌্যালি বের করে। এদিন সকালে লংগদুর তিনটি গ্রামে বসবাসরত পাহাড়িদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে প্রায় ২০০ বাড়িঘর ও দোকান পুড়ে যায়।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৪:১৮ অপরাহ্ণ