১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

মুহাম্মদ (স.) ও প্রধানমন্ত্রীকে নিয়ে হিন্দু মহাজোট নেতার কটূক্তি: থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক:   

ফেসবুকে মুহাম্মদ (স.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি বাদি হয়ে সিলেটের জকিগঞ্জ থানায় সোমবার মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।

তিনি বলেন, রাকেশ রায়কে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। রাকেশের অবস্থান সনাক্তে পুলিশ সোর্সও নিয়োগ করেছে।

এদিকে, সার্বিক পরিস্থিতিতে সোমবার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিজানুর রহমানের আহবানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, রাকেশ রায় মহানবী হযরত মুহাম্মদ (স.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠেছে। তার ‘কটূক্তি’র একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে জকিগঞ্জ।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৪:১৩ অপরাহ্ণ