২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৬

মাহমুদ আলীকে ফোন কানাডার পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে গতকাল সোমবার রাত ৮টায় ফোন করে কথা বলেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সে সময় রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। গত ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিয়ে কানাডা উদ্বিগ্ন ছিল। কানাডা মনে করে, প্রত্যাবাসন শুরু করার মতো অনুকূল পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।

এ ছাড়া কয়েক মাস আগে কানাডা সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে কিছু রোহিঙ্গাকে কানাডায় নিয়ে যাওয়ার প্রস্তাব করে। বাংলাদেশ এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। বাংলাদেশ মনে করে, তৃতীয় কোনো দেশে নয়, বরং রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমেই এ সংকট সমাধান হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি এ সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করেছে কানাডা। রোহিঙ্গা নিপীড়নে নেতৃত্ব দেওয়া মিয়ানমারের বেশ কজন নিরাপত্তা কর্মকর্তাকে কানাডা এরই মধ্যে নিষিদ্ধ করেছে। সংকট সমাধানে কাজ করতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মিয়ানমারবিষয়ক একজন বিশেষ দূত নিয়োগ করেছেন।

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৮ ১২:৫১ অপরাহ্ণ