১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

খুবির ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল সোমবার দুপুরে প্রকাশ করা হয়েছে। এ ফল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষের নিকট হস্তান্তর করা হয়।

এরপর তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদানের জন্য দেয়া হয়। এ সময় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত, কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আবদুল জব্বার, কমিটির সদস্য কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলাম, চারুকলা ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম এবং ড. নিহার রঞ্জন সিংহ উপস্থিত ছিলেন।

ফলাফল শিগগির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ku.ac.bd) এ পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ। উল্লেখ্য, ১৭ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৮ ১০:৩৪ পূর্বাহ্ণ