১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

‘সন্ত্রাসী দল বানিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার’

সন্ত্রাসী দল আখ্যা দিয়ে বিএনপিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখতে সরকার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচনে যদি গণতন্ত্রকামী জনগণ বিজয়ী হতে না পারে তাহলে চিরতরে বিচার ব্যবস্থা চলে যাবে একটা দলের হাতে, গণতন্ত্র চলে যাবে একটা দলের হতে। সেই কথাটি আমাদের সবসময় মনে রাখতে হবে।’

এজন্য এই নির্বাচনে আমাদের সমস্ত জনগোষ্ঠীকে এক করে মুক্তিযুদ্ধের যে অর্জন সেটাকে রক্ষা করার জন্য জয়ী হতেই আন্দোলন করতে হবে বলেও জানান মির্জা ফখরুল।

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৮ ৫:১৪ অপরাহ্ণ