আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজকালের মধ্যেই মনোনয়ন চূড়ান্ত করবে আওযামী লীগ।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেল এক সেমিনারে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।
তিনি বলেছেন, আজকালের মধ্যে আওয়ামী লীগ ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে। শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেওয়া হবে।
মন্ত্রী বলেন, শরীক দলের প্রার্থী যদি বিজয় নিশ্চিত করতে পারে তাহলে সেসব আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ।
কাদের বলেন, লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা এখন পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর। এখানে সরকারের কিছু করার নেই। তারা যদি মনে করে সেই পরিবেশ অনুপস্থিত আছে তবে এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, পল্টনে যে ঘটনাটা তারা (বিএনপি) ঘটিয়েছে, এরপর তারা সুষ্ঠু পরিবেশ কীভাবে চায়? তাদের আচরণে তো তার কোনও প্রকাশ নেই। যেভাবে তারা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েছে, এটাতো প্রকাশ্য দিবালোকে ঘটেছে।