১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারালো নেদারল্যান্ডস

পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে নেদারল্যান্ডস। শুক্রবার রাতে উয়েফা নেশন্স লিগে ২-০ গোলের জয় পেয়েছে ডাচরা। এর ফলে ফরাসিদের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ পর জয় পেলো বিশ্বকাপের গত আসরে অংশ নিতে ব্যর্থ নেদারল্যান্ডস।

ফ্রান্সকে চাপে রাখা নেদারল্যান্ডস প্রথম গোলের দেখা পায় ৪৪তম মিনিটে। মিডফিল্ডার ভিনালডাম গোল করে দলকে এগিয়ে দেন। যোগ করা সময়ে ডি জংকে সিসোকো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডিপাইয়ের শট ঠিকানা খুঁজে পেলে ফরাসিদের হার নিশ্চিত হয়ে যায়।

গ্রুপ-১ এর দ্বিতীয় লিগে এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফ্রান্স। প্রথম লেগে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারায় ফ্রান্স।

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৮ ১২:০৩ অপরাহ্ণ