১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৩

ডেস্ক রিপোর্ট:

ভয়াবহ দাবানলের কবলে পড়ে ক্যালিফোর্নিয়ায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে। এছাড়া আরো তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। এদিকে কর্তৃপক্ষ নিখোঁজ মানুষদের একটি তালিকা প্রকাশ করেছে। শেরিফের দপ্তর থেকে প্রকাশ করা নিখোঁজদের তালিকার অধিকাংশই বয়স্ক। তাদের প্রায় জনেরই বয়স ৭০, ৮০ ও ৯০’র কোঠায়।

নিখোঁজদের অধিকাংশ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় বাট্টি কাউন্টির প্যারাডাইজ শহরের বাসিন্দা। গত সপ্তাহে ছড়িয়ে পড়া কথিত ‘ক্যাম্প ফায়ারে’ শহরটি কার্যত মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে। অগ্নিকবলিত সিয়েরা নেভাদা পর্বতমালার পাদদেশে অবস্থিত প্যারাডাইজ শহর অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কাছে খুই জনপ্রিয় একটি শহর ছিল।

বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, নিখোঁজদের সন্ধানে ৪৬১ জন উদ্ধার ও তল্লাশি কর্মী এবং ২২ টি শিকারি কুকুরকে কাজে লাগানো হয়েছে এবং মৃতদের পরিচয় জানতে তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৮ ৪:২৬ অপরাহ্ণ