দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে তৃতীয়বারের মতো ডাটা সেন্টার টেকনোলজিস সম্মেলন শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হবে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজক প্রতিষ্ঠান ডিসিআইকন এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে ডিসিআইকনের সিইও মাসুদ পারভেজ বলেন, দেশের শিক্ষিত শ্রেণিকে তথ্যপ্রযুক্তি খাতে উৎসাহিত করার মাধ্যমে সময়োচিত ও প্রাসঙ্গিক কারিগরি শিক্ষা দিয়ে এ খাতকে আরও বেগবান করে তোলাই আমাদের মূল লক্ষ্য। যদি তাদের সঠিকভাবে গড়ে তোলা যায়, তবে আগামীতে তথ্যপ্রযুক্তির এই ডাটা সেন্টার খাতটি আরও সমৃদ্ধ হবে। এর মাধ্যমে দেশেই সৃষ্টি হবে আন্তর্জাতিক মানের প্রকৌশলী। তাদের মাধ্যমেই দেশ অর্থনৈতিক ও কারিগরি ক্ষেত্রে আরও লাভবান হতে পারবে।
এ সময় মাসুদ পারভেজ আরও জানান, অদক্ষ ও অনগ্রসর কারিগরি সঞ্চালক নিয়োগ ও বিদ্যুৎ খাতকে যুগোপযোগী করে ব্যবহার করতে না পারায় ডাটা সেন্টারের অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সবার সহযোগিতা চান তিনি।
মাসুদ পারভেজ জানান, বৃহস্পতিবার ও শুক্রবার এ দু’দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী চলবে। পাশাপাশি এ সম্মেলনে তথ্যপ্রযুক্তিগত জ্ঞান বিতরণ করবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইতালি, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আইটি বিশেষজ্ঞরা। সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে বাংলাদেশের স্বনামধন্য আইটি বিশেষজ্ঞরাও নিজেদের অভিজ্ঞতা ও চিন্তাভাবনা বিনিময় করবেন।