১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

নতুন ছবি নিয়ে আবারও বড় পর্দায় আসছেন অপি করিম

১৪ বছর পর চলচ্চিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির নাম ‘ডেব্রি অব ডিজায়ার’।

এর বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের জসীম আহমেদ ও কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী।

আজ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে ঢাকায় ছবিটির শুটিং করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশি পরিচালক।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য।

ছবিটিতে অপি করিমের চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিতা। স্বামী ও একমাত্র সন্তান নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার।

এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা। এতে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, ‘অভিনয়ে এখন তেমন সময় দিতে পারি না।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। মাঝে মধ্যে মঞ্চে কিংবা টিভিতে অভিনয় করা হয়। তবে এ ছবিটির গল্প, আমার চরিত্র এবং নির্মাণ পরিকল্পনা ভালো লাগায় অভিনয় করছি। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে’।

জানা গেছে, যৌথ প্রযোজনার নতুন নীতিমালার আওতায় ছবিটি নির্মাণের অনুমতি দেয়া হয়েছে।

রসঙ্গত, ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাকে।

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৮ ১০:১৮ পূর্বাহ্ণ