২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৫

ইরানে পার্লারে সার্জারি করলে ৭৪ বেত

বিউটি পার্লারে গিয়ে শরীরে আঁকিবুকি করা বা সার্জারি করাকে ‘অসৎ চরিত্র’ বলে মনে করে ইরান। এ জন্য পার্লারে গিয়ে সার্জারি করার অপরাধে জেল ও বেত্রাঘাতের সাজা ঘোষণা করছে দেশটি।

ইরানের পার্লামেন্টের আইনবিষয়ক কমিটির মুখপাত্র হাসান নুরুজি জানান, বিউটি পার্লারে সৌন্দর্য বর্ধন করলে তাকে সর্বনিম্ন ১০ দিন থেকে সর্বোচ্চ দুই মাস জেল এবং ৭৪ বার বেত্রাঘাতের শাস্তি বাস্তবায়ন করা হবে। অচিরেই কর্তৃপক্ষ এ সাজা কার্যকর করবে। পার্লার বিশেষজ্ঞ ও কাস্টমার উভয়কেই এ সাজা ভোগ করতে হবে। খবর আল আরাবিয়ার।
হাসান নুরুজি বলেন, ‘অনেকে লিঙ্গ পরিবর্তন করতে অপারেশন করেন। এজন্য সরকারি ছাড়পত্র জরুরি। তবে অনেকে শরীরে পশুর আকৃতির আঁকিবুকি করেন, যা ক্যাটস আই ও ডাংকি এয়ার নামে পরিচিত। এটি সতীত্বের পরিপন্থী।’ ইরানি পার্লামেন্টের বার্তা সংস্থা ইকানা জানিয়েছে, এ অপরাধের সাজা পার্লার বিশেষজ্ঞ ও যারা অপারেশন করেন তাদের উভয়েরই ওপর এ দণ্ড প্রযোজ্য হবে।

আধুনিক যুগে ইরানে সৌন্দর্য বর্ধনের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষত তরুণ-তরুণীর মধ্যে। ঠোঁট ও ভ্রু অপারেশন করে নিজেদের পছন্দমতো বানানোর প্রবণতা তরুণীদের মধ্যে বেশি। খরচ কম হওয়ায় মধ্যবিত্ত পরিবারের মধ্যে এটি এখন নিত্য সামাজিক প্রবণতায় পরিণত হয়েছে।

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৮ ১০:০৮ পূর্বাহ্ণ