১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

ন্যানসি-শুভর ‘ভালোবেসে’

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। একক, মিক্সড অ্যালবামে গান গাওয়ার পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত প্লেব্যাক করছেন তিনি। এবার ‘ভালোবেসে’ শিরোনামের নতুন একটি অ্যালবামে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী শুভ চৌধুরী।

‘ভালোবেসে’ অ্যালবামে ন্যানসির দুটি গান রয়েছে। এ গান দুটি লিখেছেন গীতিকার সবুজ। সুর করেছেন অমিত চ্যাটার্জি। এ প্রসঙ্গে শুভ চৌধুরী বলেন, ‘জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি। তিনি আমার পছন্দের একজন শিল্পী। তার সঙ্গে গান গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তার সঙ্গে গাওয়া দুটি গানই দারুণ হয়েছে। গান দুটির কথা ও সুর ভালো হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

‘ভালোবেসে’ অ্যালবামে মোট ৬টি গান রয়েছে। সবগুলো গান লিখেছেন গীতিকার সুবজ। এ অ্যালবামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন লুইপা। এই দুটি গান নিয়ে নির্মিত হবে মিউজিক ভিডিও। দেশের বাইরে এর দৃশ্যধারণের কাজ হবে বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৬, ২০১৭ ২:৩৬ অপরাহ্ণ