রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে যোগ দিতে ইতিমধ্যে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা।
তবে ঐক্যফ্রন্ট নেতারা এখনও সমাবেশস্থলে আসেননি।
এদিকে শারীরিক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যাননি ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
রাজশাহী মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল ইসলাম ডিকেন জানান, জাতীয় ঐক্যফ্রন্টের এ মহাসমাবেশে যোগ দিতে রাজশাহীতে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন থান, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, কর্নেল অলি আহমদ, আন্দালিব রহমান পার্থ।
মহাসমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগের সমন্বয়ক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
প্রসঙ্গত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীতে এটি চতুর্থ সমাবেশ।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।
তার আগে ২৪ অক্টোবর সিলেটে ও ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।