১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

জেলের জালে ধরা পড়লো বিলুপ্তপ্রায় ঘড়িয়াল

মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পরেছে বিরল প্রজাতির ঘড়িয়ালের বাচ্চা। আজ সকালের দিকে স্থানীয় জেলে আবুল কালামের জালে উঠে আসে ঘড়িয়ালটি। প্রায় সাড়ে তিন ফিট লম্বা প্রাণিটি দেখতে সকাল থেকে শতশত নারী-পুরুষ উৎসক জনতা ভীড় করে।

পরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সহয়তায় ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘড়িয়ালটি রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়।

জাতীয় চিড়িয়াখানার জু-অফিসার ডা. সঞ্জিত কুমার বিশ্বাস ছবি দেখে প্রাণিটি ঘড়িয়াল নিশ্চিত করেন। তিনি জানান, বিলুপ্ত প্রায় মিঠা পানির কুমির, যার নাম ঘড়িয়াল। এক সময়ে পদ্মা-যমুনা নদীতে এদের বসবাস থাকলেও বর্তমানে বিলুপ্তপ্রায়। দেশের সকল চিড়িয়াখানা মিলে ১১টির মত ঘড়িয়াল রয়েছে।এখন এটিকে রক্ষণাবেক্ষণের জন্য ঢাকায় চিড়িয়াখানায় রাখা হবে। পরে দর্শকদের দেখার জন্য উন্মুক্ত করা হবে।

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৮ ৩:৫৩ অপরাহ্ণ