১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৭

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জশীট

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জশীট দিয়েছে সেদেশের দুর্নীতি দমন সংস্থা। ক্ষমতা হারানোর পর এই চার্জশীট তার রাজনৈতিক ভবিষ্যতকে হুমকির মুখে ফেলে দিল।

নাজিবের বিরুদ্ধে ৭০০ মিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গসহ আরো বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

তবে নাজিব সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন। দোষী প্রমাণ হলে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রকাশ :নভেম্বর ২, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ