গোপালগঞ্জবাসীর স্বপ্নের ট্রেন ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ চলাচল শুরু করেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ-কাশিয়ানী পর্যন্ত ৪৪ কিলোমিটার রেল লাইনে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেন। এরপর পর দুপুর পৌনে ২টায় ট্রেনটি যাত্রা শুরু করে।
ঐতিহাসিক এ যাত্রায় যাত্রীদের বিনা পয়সায় বহন করা হয়। এ দিন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে ট্রেনে চড়েন। এ ছাড়া ট্রেন চলাচল দেখতে জেলা জুড়ে ট্রেন লাইনের পাশে উৎসুক জনতা ভিড় করেন। এ ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহী আসা যাওয়া করবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আবু জাফর মিঞা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুপুর পৌনে ২ টায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’আটটি কোচ ইঞ্জিন সজ্জিত করণসহ গোপালগঞ্জ রেল স্টেশন থেকে কাশিয়ানীর উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটির যাত্রা উপলক্ষে গোপালগঞ্জ স্টেশনের আশেপাশের রাস্তা ও স্টেশন এলাকা বর্ণিল সাজে সাজানো হয়। শুক্রবার থেকে দক্ষিণাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল ছুটে ট্রেনটি রাজশাহী পৌঁছাবে। ট্রেনটি সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, ২ হাজার ১১০ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থেকে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত ৪৪ কিলোমিটার দীর্ঘ এ রেললাইনটির নির্মাণ কাজ গত সেপ্টেম্বরে শেষ হয়। মধুমতি নদীর উপর একটি রেলসেতু, ছয়টি রেলস্টেশন, ৪৩টি কালভার্ট রয়েছে এ রেলপথে। গত ২৬ সেপ্টেম্বর কাশিয়ানী থেকে গোপালগঞ্জ হয়ে গোবরা পর্যন্ত নতুন রেললাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।