১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

১০০ বিড়ালের মালকিন

অনেক দরিদ্র দেশে অনেক পরিবারে একবেলা দুমুঠো খাবার জোটে না।
আবার অনেকের দুমুঠো খাবার সংগ্রহে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু সেই মানুষদের সাহায্য না করে যখন বিড়াল পুষে প্রচুর অর্থ ব্যয় করা হয় তখন হয়তো সেটা অনেকের কাছে বেশি বলে মনে হবে।

আর সেটা স্বীকারও করেছেন এক হাজার বিড়াল নিয়ে বসবাস করা আমেরিকার ক্যালিফোর্নিয়ার লিনিয়া লাটানজিয়ো।

তিনিও মনে করেন, তার কাজটা হয়তো একটু বেশি হয়ে গেছে। হয়তো অনেকে ভাববেন তিনি এক ধরনের আচ্ছন্নতার মধ্যে আছেন।

তিনি জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর একা হয়ে পড়েন।

চার হাজার ফুট প্রশস্তের এক ঘরে তাকে একা দিন কাটাতে হয়। পরে তিনি আশপাশ থেকে কয়েকটি বিড়াল বাড়িতে আনেন। এরপর তা বাড়তে থাকে। গত বছর শেষে একশ বিড়াল ছিল।

এখন তা বেড়ে দশগুণ হয়েছে। এদের দেখাশোনার জন্য এখন আছে ২৩ জন কর্মচারী। এমনকি এদের স্বাস্থ্যের দেখভালের জন্য ছোট্ট একটি হাসপাতালও রয়েছে। একটি ইনটেনসিভ কেয়ার ইউনিটও রয়েছে সেখানে।

প্রকাশ :নভেম্বর ১, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ