২৩শে জানুয়ারি, ২০২৬ ইং | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৪৫

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি সাক্ষাৎ করবেন আজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে আজ বৃহস্পতিবার বিকালে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নূরুল হুদা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বৃহস্পতিবার বিকাল ৪টায় সিইসি কে.এম. নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করার কথা রয়েছে। বৈঠককালে সিইসির সঙ্গে চারজন নির্বাচন কমিশনার থাকবেন।

নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন আহমেদ বলেন, ‘এটা একটি সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্রপতিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা অবহিত করব।’

প্রকাশ :নভেম্বর ১, ২০১৮ ১১:৫০ পূর্বাহ্ণ