১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে জানতে ইসিকে আইনি নোটিশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিচারিক কর্মকর্তাসহ সেনা মোতায়েন সম্পর্কে নির্বাচন কমিশন কর্তৃক পদক্ষেপের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ নোটিশ পাঠান।

নোটিশপ্রাপ্তির ৭ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে জবাব দেয়ার অনুরোধ জানানো হয়।

৭ দিনের মধ্যে কোনো জবাব না পেলে এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৮ ৫:৩৬ অপরাহ্ণ