১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

মুক্তি পাচ্ছে না ‘দহন’

বার বার মুক্তির ঘোষণা দিয়েও মুক্তি পাচ্ছে না সিয়াম ও পূজা চেরি জুটির দ্বিতীয় ছবি ‘দহন’। রায়হান রাফি পরিচালিত এ ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া। সর্বশেষ প্রযোজনা সংস্থা থেকে জানানো হয় ৫ অক্টোবর ‘দহন’ মুক্তি দেয়া হবে। কিন্তু নির্দিষ্ট তারিখে মুক্তি পায়নি। পরে জাজের কর্ণধার আবদুল আজিজ জানান ছবিটি মুক্তি দেয়া হবে ১৬ অক্টোবর। এবারও কথা রাখলোনা জাজ।

মঙ্গলবার জাজরে কর্ণধার আবদুল আজিজ জানালেন, ১৬ অক্টোর ‘দহন’ মুক্তি দিচ্ছি না আমরা। ‘মিস্টার বাংলাদেশ’ নামের মুক্তি পাবে ওইদিন। আর ‘দহন’র মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে।

‘দহন’ ছবিতে সিয়াম-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন জাকিয়া বারি মম। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ছবিটির গল্প। এই ছবিতে সিয়াম নেশাগ্রস্ত একজন যুবক আর পূজা গার্মেন্ট কর্মী হিসেবে অভিনয় করেছেন। মমকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে।

ইতোমধ্যে ‘হাজির বিরিয়ানি’ ও ‘েপ্রেমের বাক্স’ শিরোনামের দুটি গান প্রকাশ হয়েছে ছবিটির। এর মধ্যে হাজির বিরিয়ানি অশালীন কথার কারণে সমালোচিত হলেও দ্বিতীয় গানটি বেশ প্রশংসিত হচ্ছে।

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৮ ৫:০৯ অপরাহ্ণ