১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

মেক্সিকো সীমান্তে পাঁচ সহস্রাধিক সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!

মেক্সিকো সীমান্তে পাঁচ হাজার দুইশ’র বেশি সেনা পাঠাচ্ছে পেন্টাগন।মধ্য আমেরিকার অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে এই সৈন্য পাঠানো হচ্ছে। ওই অভিবাসীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন বিমান বাহিনীর জেনারেল টেরেন্স ও’শগনেসি জানিয়েছেন, অপারেশন ফেইথফুল পেট্রিয়ট নামের এই অভিযান চলবে মূলত টেক্সাস, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ায়।

তিনি বলেন, অস্ত্র, হেলিকপ্টার, অ্যারোপ্লেন, ব্যারিয়ার এবং মাইলজুড়ে কাঁটাতারের বেড়া দিয়ে বর্ডার পেট্রল এজেন্টদের সহায়তা করবে সেনাবাহিনী।

এর আগে, এক টুইটবার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের উদ্দেশে বলেন, আপনাদের জন্য মার্কিন সেনাবাহিনী অপেক্ষা করছে।

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ