২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবারের এই ভূমিকম্পের রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬ দশমিক ১। খবর রয়টার্স ও টেলিগ্রাফের।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল এই ভূকম্পন। একজন নারী টুইটারে লিখেছেন, ‘এটি ছিল অদ্ভূত, কিছুক্ষণ নীরব থাকার পর কম্পন শুরু হয়।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠের ২২৮ কিলোমিটার গভীরে।

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্টের অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি করা হয় ভূমিকম্পের কারণে। এছাড়া ওয়েলিংটনে কিছু ফ্লাইট বাতিল করা হয়।

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৮ ১১:২৮ পূর্বাহ্ণ