১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

কোপানোর পর রক্তাক্ত প্রাক্তন স্বামীকে নিয়ে সেলফি

ছুরি দিয়ে কোপানোর প্রাক্তন-স্বামী যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে, তখন সেই অবস্থায় তাঁকে নিয়ে সেলফি তুললেন এক নারী। এখানেই শেষ নয়, সেই ছবি বন্ধুদের পাঠিয়ে ক্যাপশনে লিখলেন, ‘আমি পশু’।

এই সাইবেরিয়ার সারগাটে ঘটনাটি ঘটেছে। সেখানকার সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন স্বামী ও স্ত্রী ওলেগ ও ওলগা। মদ্যপ অবস্থায় তাঁরা একদিন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, লোকটি তাঁর প্রাক্তন স্ত্রীর শ্বাসরোধ করার চেষ্টা করলে, আত্মরক্ষায় হাতের কাছে পাওয়া একটি ছুরি দিয়ে ওলেগকে কোপাতে থাকেন ওলগা। ওলেগের পেটে কোপ লাগে।

তবে এই ঘটনা আরও নৃশংস হয়ে ওঠে তার পরবর্তী ঘটনাক্রমে। রক্তস্নাত প্রাক্তন স্বামীকে নিয়ে সেলফি তোলার সিদ্ধান্ত নেন ২৫ বছরের ওলগা। সারা পৃথিবীকে এই ঘটনা জানানোর জন্য ও তিনি যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন তা বোঝাতে ওলগা এই ছবি তুলে বন্ধুদের পাঠান বলে মনে করা হচ্ছে। ছবির ক্যাপশনে তিনি আবার লিখে দেন, ‘বন্ধুরা, ছুরি দিয়ে আমার প্রাক্তন স্বামীকে কুপিয়েছি। আমাদের দেখে এখন পশু মনে হচ্ছে।’

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ছবিটি তীব্র প্রভাব ফেলে ব্যবহারকারীদের মনে। একজন এই ঘটনায় লিখেছেন, ‘পৃথিবীটা পাগল হয়ে গিয়েছে।’ আর এক জনের কথায়, ‘হে ঈশ্বর, এ সব কী হচ্ছে?’

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৮ ৭:০৪ অপরাহ্ণ