১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

কার সঙ্গে প্রেম করছেন সুস্মিতা?

সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। ৪২ বছর বয়সেও মোহময়ী তিনি। বহু তরুণের ঘুম কেড়ে নিচ্ছেন এখনও। সুস্মিতার প্রেমিকের সংখ্যা কম নয়। সম্পর্ক নিয়ে বরাবরই লাইমলাইটে থেকেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ক্রিকেটার থেকে শুরু করে ব্যবসায়ীও রয়েছেন এ তালিকায়। একাধিকবার তার সম্পর্ক ভেঙেছে। তবে মিস ইউনিভার্সের জীবনে আবারও নতুন সঙ্গীর আগমন ঘটেছে।

জানা গেছে, সুস্মিতার নতুন প্রেমিকের রোহমান শল। তিনি পেশায় একজন মডেল। বিটাউনে জোর গুঞ্জন, সুস্মিতার সঙ্গে এই উঠতি মডেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। এমনকি সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে সাবেক এই বিশ্ব সুন্দরী, দুই মেয়ে ও রোহমানকে একসঙ্গে দেখা গেছে।

শো উপভোগের সময় সুস্মিতার দুই মেয়ের সঙ্গে রোহমানকে আনন্দ করতেও দেখা যায়। সম্প্রতি এই জুটিকে একসঙ্গে দেখা গেছে বিমানবন্দরেও।

এছাড়া আগ্রার তাজমহলে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তারা। সেখানে একের পর এক ফটোসেশন করেছেন। ছবি আপলোড করে সুস্মিতা ক্যাপশনে লিখেছেন, ‘লাভা অব মাই লাইফ।’ এর থেকেই সকলের সন্দেহ সত্যিতে পরিণত হয়েছে যে রোহমানের সঙ্গেই ডেট করছেন সুস্মিতা। সূত্র: জিনিউজ

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৮ ৬:৩৯ অপরাহ্ণ