দীর্ঘদিন পর দেশীয় প্রোডাকশনের দিকে মনোযোগ দিয়েছেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান।
এ ধারাবাহিকতায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে ‘শাহেনশাহ’ নামের একটি ছবিতে সম্প্রতি অভিনয় শুরু করেছেন।
পাশাপাশি রোদেলা জান্নাত নামে নতুন এক মুখ কাজ করবেন এ ছবিতে।
গত ৫ সেপ্টেম্বর ছবিটির মহরত অনুষ্ঠান হয়ে গেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক শামীম আহমেদ রনী, চলচ্চিত্রের সিনিয়র অভিনেতা উজ্জল, তারিক আনাম খান, অমিত হাসান, শিবাসানু, ডন, কমল পাটেকর, প্রযোজক সেলিম খান, আব্দুল আলীম, লাইভ টেকনোলজির অন্যতম কর্ণধার ইয়াসির আরাফাতসহ অনেকে।
নতুন মুখ রোদেলা জান্নাতকে নেয়ার কারণ হিসেবে শামীম আহমেদ রনী বলেন, আমি একসময় ভেবেছিলাম কলকাতা থেকে অভিনেত্রী নির্বাচন করব। কিন্তু শাকিব খান আমাকে বললেন যে কলকাতা থেকে অভিনেত্রী না নিয়ে দেশ থেকেই নাও। আমাদের দেশে তো অভিনেত্রীর অভাব নেই। নতুনদের সুযোগ দাও।
প্রসঙ্গত এর আগে থাইল্যান্ডে ছবিটির একটি গানের শুটিং হলেও শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবির পরবর্তী পর্যায়ে শুটিং শুরু নিয়ে শঙ্কা ছিল।
শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে সম্প্রতি এফডিসিতে ছবিটির শুটিং শুরু করেছেন শাকিব খান।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

