১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

খাশোগির খুনিদের বিচার সৌদিতে হবে : সৌদি মন্ত্রী

সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিচার সৌদিতেই করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবায়ের। তুরস্ক সরকার খাশোগি হত্যায় জড়িত ১৮ সৌদি নাগরিকের বিচারের জন্য তাদের হাতে হস্তান্তরের আহ্বান জানানোর প্রেক্ষিতে এ কথা বললেন তিনি।

শনিবার বাহরাইনের রাজধানী আম্মানে আঞ্চলিক প্রতিরক্ষা সম্মেলনে তিনি বলেন, ‘খশোগি হত্যায় জড়িত সন্দেহে যাদেরকে আটক করা হয়েছে তারা প্রত্যেকেই সৌদি নাগরিক। তাদেরকে সৌদিতেই আটক করা হয়েছে, তাদের তদন্ত এবং বিচার সেখানেই হবে।’

এর আগে পার্লামেন্টে দেয়া এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘সৌদি আরবে যে ১৮ জনকে আটক করা হয়েছে তারা নিশ্চয়ই জানে কে খাশোগিকে হত্যা করেছে এবং তার মরদেহ কোথায় সরিয়ে ফেলা হয়েছে।’

সৌদি যুবরাজ সালমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যদি আপনার ওপর তোলা হত্যার অভিযোগ থেকে বাঁচতে চান তাহলে আটক ওই ব্যক্তিদের আমাদের হাতে হস্তান্তর করুন। যেহেতু ঘটনাটি ইস্তাম্বুলে ঘঠেছে সেহতেু এখানেই তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।’

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৮ ৫:৪৭ অপরাহ্ণ