১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

উরুগুয়ে-ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল দল ঘোষণা

বিশ্বকাপ হতাশার পর নতুন শুরু করেছে ব্রাজিল। নতুন-পুরনোর মিশেছে লম্বা লাইন আপ তৈরি করছেন ব্রাজিল কোচ তিতে। নেইমার-কুতিনহোরা যেমন আছেন তেমনি আর্থার-রির্কালিসনদের মতো তরুণরা দলে ডেকেছেন তিনি। বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল কোচ দল গোছাচ্ছেন বলেই খবর। কিন্তু ব্রাজিল কোচ জানালেন, ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কাতার বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ধাপ। আর সেই লক্ষ্যে উরুগুয়ে এবং ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ।

আগামী নভেম্বরে বছরের শেষ প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৬ নভেম্বর সেলেকাওরা আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে প্রতিবেশি উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে। এর চার দিন বাদে লন্ডনের মিল্টন কেইন্সে আফ্রিকান চ্যাম্পিয়ন ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর বছরের শেষ ম্যাচ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে তিতের দল।

ব্রাজিলের কোচ তিতের দল ২০১৯ সালে নিজেদের মাটিতে কোপা আমেরিকা খেলবে। এর আগেই দলতে সুগঠিত করতে চাইছেন কোচ। সে লক্ষ্যে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটিকে ভীষণ গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন ব্রাজিল দলের টেকনিক্যাল ডিরেক্টর এডু, ‘ক্যামেরুন আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন, তারা কনফেডারেশনস কাপেও খেলেছে। কোচ ক্লারেন্স সেইডর্ফ ও সহকারী প্যাট্রিক ক্লুইভার্টের অধীনে তারা বেশ ভালো ফুটবল খেলছে। দুটি শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের পরখ করে দেখতে পারলে দারুণ হবে।’

ব্রাজিল সর্বপ্রথম ক্যামেরুনের মুখোমুখি হয়েছিল ১৯৯৪ বিশ্বকাপে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ গোলে জিতেছিল প্রথম দেখায়। দু’দলের শেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপে। নিজেদের মাটিতে ৪-১ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। এবার আবার মুখোমুখি হবে দু’দল। সেই লক্ষ্যে ব্রাজিল দলে ফিরেছেন সাবেক বার্সা তারকা পাউলিনহো, চেলসির উইলিয়ামস, ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া মার্সেলো। আছেন দলে। তিতের ঘোষিত দলে চমক ডিফেন্ডার ডেডে, মিডফিল্ডার অ্যালান ও ওয়ালেস।

ব্রাজিলের ঘোষিত দল:

গোলরক্ষক: অ্যালিমস (লিভারপুল), এদেরসন (ম্যানসিটি)।

ডিফেন্ডার: দানিলো (ম্যানসিটি), ডেডে (ক্রুজেইরো), ফ্যাবিনহো (লিভারপুল), ফিলিপে লুইস (অ্যাথলেটিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মারকুইনোস (পিএসজি), পাবলো (বর্দো), মিরান্ডা (ইন্টার মিলান)।

মিডফিল্ডার: অ্যালান (নাপোলি), কাসেমিরো (রিয়াল), পাউলিনহো (গুয়াংজু), আর্থার (বার্সা), কুতিনহো (বার্সা), ওয়ালেস (হ্যাংওভার)।

ফরোয়ার্ড: ডগলাস কস্তা (জুভেন্টাস), রর্বাতো ফিরমিনো (লিভারপুল), নেইমার (পিএসজি), রির্কালিসন (ইভারটন), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানসিটি), উইলিয়ান (চেল

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৮ ৫:৩৫ অপরাহ্ণ