১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

মাধ্যমিকে জিপিএ ও পাসের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক :

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এজন্য খাতা মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনাকে কারণ হিসেবে উপস্থাপন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার ১০ বোর্ডে ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। সে হিসেবে পাসের হার ৮০.৩৫ শতাংশ।

এর মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩.৯৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯.০৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮৩.৯৮ শতাংশ, সিলেট বোর্ডে ৮০.২৬ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৭.২৪ শতাংশ, যশোর বোর্ডে ৮০ দশমিক ০৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯০.৭০ শতাংশ। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮.৬৯ শতাংশ ও মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৬.২০ শতাংশ।

এর আগে ২০১৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮৮.২৯ শতাংশ। সে হিসেবে এবার পাসের হার কমেছে ৭.৯৪ শতাংশ।

অন্যদিকে টানা ২ বার কমে এসেছে জিপিএ-৫ এর হার। ২০১৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন। পরের বছর ২০১৬ সালে তা কমে দাঁড়ায় ১ লাখ ৯ হাজার ৭৬১ জনে। আর চলতি বছর গতবারের তুলনায় ৫ হাজার কমে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬১ জন শিক্ষার্থী।

প্রকাশ :মে ৪, ২০১৭ ৩:৫২ অপরাহ্ণ