প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম শুক্রবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ৩-০-তে তিন ম্যাচের ওডিআই সিরিজ জয় করেছে।
এ উপলক্ষে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট এবং অসাধারণ ক্রীড়ানৈপূণ্য দেখে গোটা জাতি গর্বিত। এই সাফল্য খেলাধুলার প্রতি বর্তমান সরকারের যথাযথ পৃষ্টপোষকতা ও সমর্থনের ফসল ।’
তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের বিজয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

