ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে পাঁচ কেজি ১শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ সজিব (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে বেনাপোল সীমান্তের বারপোতা বাজার থেকে তাকে আটক করেন বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
আটক সজিব শার্শার সাতমাইল মাঠপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবর আসে ঢাকা থেকে আনা একটি স্বর্ণের চালান বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হয়ে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বারোপোতা বাজারে এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে বারোপোতা বাজারে এলাকায় ওই যুবককে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পাঁচ কেজি ১শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটক সজিবের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে স্বর্ণের বারগুলো বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

