১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৭

শ্রীপুরে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার কড়ইতলায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি জাবিদুল ইসলাম সমকালকে নিশ্চিত করেছেন।

নিহত ওমর ফারুক (২৭) শ্রীপুর পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে একদল লোক ফারুককে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে দুই হাত বিচ্ছিন্ন অবস্থায় তাকে কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে যাওয়া হয়।

স্থানীয়রা ফারুককে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-হেরা হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৮ ৫:০৯ অপরাহ্ণ