#মিটু আন্দোলনের ঝড় জনপ্রিয় বলিউড সংগীত পরিচালক ও সুরকার আন্নু মালিকের ওপর দিয়ে বয়েই চলছে।
এবার যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত এই সুরকার ও গীতিকারকে ভারতের জনপ্রিয় শো ইন্ডিয়ান আইডল-১০ এর বিচারকের আসন থেকে সরে যেতে হচ্ছে। খবর: পিঙ্কভিলা।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর আন্নু মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন আরেক জনপ্রিয় ভারতীয় গায়িকা সোনা মোহাপাত্র।
সোনা মোহাপাত্রের অভিযোগ, ‘আন্নু মালিক এমন একজন মানুষ, যিনি মানুষকে প্রায় সবসময় হেনস্তা করেন।’
আন্নু মালিক প্রসঙ্গে সোনার বক্তব্য, ওঁৎ পেতে একের পর এক সুন্দরী শিকার করতেন আন্নু।
সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই আন্নু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন আরও দুই নারী।
সংবাদমাধ্যম মিড ডেকে দেয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন তারা।
মিড ডেকে অভিযোগকারীদের একজন জানিয়েছেন, একবার আন্নু তাকে সিফন শাড়ি পরে তার বাড়িতে আসতে বলেন। ওর সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়ার সময় আন্নু তাকে জড়িয়ে ধরেন।
একের পর এক অভিযোগ আসায় ইন্ডিয়ান আইডলের পরিচালন কর্তৃপক্ষ বিচারকের পদ থেকে আন্নুকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম দ্য নিউজ মিনিট সূত্রে প্রকাশ, ইন্ডিয়ান আইডল কর্তৃপক্ষ আন্নুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ খুবই গুরুত্ব দিয়ে দেখছে।
এ বিষয়ে আন্নু নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে বিচারকের মতো এমন একটি গুরুত্বপূর্ণ পদে নেয়া হবে না বলে শেষ সিদ্ধান্ত জানিয়েছে তারা।