৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৮

৮৫০ কৃষকের সাড়ে পাঁচ কোটি টাকার ঋণ পরিশোধ করছেন অমিতাভ

৮৫০ এর বেশী কৃষকের সাড়ে পাঁচ কোটি টাকা ঋণ পরিশোধ করছেন বলিউডের খ্যাতিসম্পন্ন অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি এই তথ্য জানান এ মেগা তারকা।

নিজের ব্লগে অমিতাভ বলেন, ইতিমধ্যে ৮৫০ এর বেশী কৃষকের তালিকা করা হয়েছে। সরকারি সংস্থার মাধ্যমে তাদের চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত কৃষকের অনেক পরিবার দেশের নিরাপত্তার জন্য প্রাণ দিয়েছে। তাদের সকল ধরনের ঋণ পরিশোধের চেষ্টা করা হবে। স্থানীয় ব্যাংক গুলোও এতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, ঋণের কারণে যেন আর কোন কৃষক আত্মহত্যার পথ বেঁছে না নেয় সেজন্য আমি এই ব্যবস্থা করছি।

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৮ ১১:৫০ পূর্বাহ্ণ