১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

‘ডাটা ডাউনলোড’ সাইট চালু করল অ্যাপল

ফেইসবুকের ‘ডাউনলোড ইয়োর ইনফরমেশন’ টুলের আদলে এবার ‘ডাটা ডাউনলোড’ ওয়েবসাইট চালু করেছে অ্যাপল। ওয়েবসাইটটিতে প্রবেশ করে অ্যাপলের সার্ভারে নিজেদের কোন কোন তথ্য জমা রয়েছে, জানা যাবে। ব্যবহারকারীদের বিনিময় করা ছবি, ভিডিও, বার্তাও সাইটটি থেকে ডাউনলোড করা যাবে। এমনকি অ্যাপস্টোর থেকে কবে কোন অ্যাপ কিনেছেন, জানা যাবে সেসব তথ্যও। প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসকারীরা এ সুযোগ পাবেন। সম্প্রতি ফেইসবুক ব্যবহারকারীদের তথ্য অপব্যবহারের ঘটনা প্রকাশের পর নিজেদের তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে সবাইকে জানান দিতে এ উদ্যোগ নিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ