১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

আত্মহত্যার জন্য চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, অতঃপর…

আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছিলেন ট্রেন লাইনে। এরপর তার উপর দিয়ে চলে গেল থ্রু ট্রেন। তবু বিন্দুমাত্র আঘাত পাননি তিনি। এমনই অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের ঢোলপুর রেল স্টেশনে। এ ঘটনায় হতবাক হয়েছেন যাত্রী ও রেলকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

রাজস্থানের ব্যস্ত স্টেশনগুলির মধ্যে অন্যতম ঢোলপুর। শুক্রবার সকালে যাত্রীদের ভিড়, ট্রেন যাতায়াত, সবই চলছিল অন্য দিনের মতো আপন গতিতেই। তার মধ্যে হঠাৎই ছন্দপতন হয়। দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেন আসতে দেখেই প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দিলেন মাঝবয়সী এক যুবক।

৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নীল জিন্স ও অফ হোয়াইট শার্ট পরা ওই যুবক লাইনের উপর লম্বালম্বি শুয়ে রয়েছেন। উপর দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন। প্রায় ৩০ সেকেন্ড ধরে ওই যুবকের উপর দিয়ে ট্রেনটি যায়।

তার পরই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকজন ছুটে গেলেন লাইনে। যোগ দিলেন রেলকর্মীরাও। সবাই মিলে ধরে তাঁকে তুলে আনা হল প্ল্যাটফর্মে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। কেনই বা আত্মহত্যা করতে গিয়েছিলেন, সে বিষয়েও কিছু জানাতে পারেনি রেল পুলিশ।

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৮ ৩:২৯ অপরাহ্ণ