২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

শুরুতেই দুই উইকেট নেই বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের শুরুটা ভালো হয়নি। এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করা লিটন দাস এবং ইমরুল কায়েস বাংলাদেশের ইনিংস শুরু করেন। কিন্তু লিটন দাস এ ম্যাচে ভালো করতে পারেননি। তিনি ১৪ বলে মাত্র ৪ রান করে ফিরে যান। দলের রান তখন ১৬। এরপর তিনে ব্যাটে নামেন অভিষেক হওয়া ফজলে রাব্বি। কিন্তু তিনিও দলকে ভরসা দিতে পারেননি। দলের ১৭ রানে ব্যক্তিগত শূন্য রানে ফেরেন তিনি।

শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দলকে ভরসা দিতে ব্যাটে আছেন ওপেনার ইমরুল কায়েস এবং চারে নামা মুশফিকুর রহিম। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছিল সেই ২০০৬ সালে। এরপর দল দুটি নিয়মিতই ঢাকার এই মাঠে খেলতে নেমেছে। তবে ২০১০ সালের পর জিম্বাবুয়ে এই মাঠে বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও শুরুতে ধাক্কা খায় জিম্বাবুয়ে। প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কারণ মিরপুরে শুরুতে ব্যাট করা দলের জয়ের সুযোগ থাকে বেশি। বাংলাদেশের হয়ে এ ম্যাচে অভিষেক হয়েছে ফজলে রাব্বির।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা (অধি.), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধি.), ক্যাপহাস জহুয়া, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, সিকান্ডার রাজা, পিটার মুর, কাইল জারভিস, ব্রেন্ডন মাভুত, ডোনাল্ড ট্রিপানো, টেন্ডি সাতারা।

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৮ ৩:২১ অপরাহ্ণ