দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন বসছে আজ রবিবার। বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হবে। তবে এ অধিবেশন সর্বোচ্চ পাঁচ দিনের হতে পারে বলে জানায় সংসদ সচিবালয় সূত্র।
আজ শুরু হতে যাওয়া অধিবেশনে ১৩টি বিল কার্যতালিকায় রয়েছে।
এর মধ্যে পাঁচটি নতুন বিল উত্থাপিত হবে এবং আটটি বিল পাসের জন্য প্রস্তুত রয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হতে যাচ্ছে। ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে আর সংসদ অধিবেশন বসবে না। তবে বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি যে কোনো সময় অধিবেশন আহ্বান করতে পারেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল একই বছরের ২৮ জানুয়ারি। দশম সংসদের মেয়াদকালে ২৩টি অধিবেশন বসে। এর আগে নবম সংসদে ১৯টি অধিবেশন বসেছিল।
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ হতে পারে ডিসেম্বরের শেষভাগে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে।