১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

এমবাপ্পেকে এগিয়ে রাখছেন বুফন

ভবিষ্যতে কিলিয়ান এমবাপ্পের হাতে ব্যালন ডি’অর দেখার আশা অনেকের। কিন্তু পিএসজি স্ট্রাইকারকে এ বছরই ব্যালন ডি’অরের যোগ্য মনে করছেন তার ক্লাব সতীর্থ গিয়ানলুইগি বুফন। পিএসজিকে ঘরোয়া ট্রেবল ও ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে দারুণ অবদান রেখেছেন এমবাপ্পে। ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের মধ্যে আছেন তিনি।

চার গোল করে রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হওয়া এই স্ট্রাইকার এবার পুরস্কারের জন্য লড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও নেইমারদের মতো তারকার সঙ্গে। এ মৌসুমেও তুঙ্গস্পর্শী ফর্মে রয়েছেন এমবাপ্পে। পিএসজির জার্সিতে সাত ম্যাচে ১০ গোল করেছেন। তাকে ভবিষ্যৎ ব্যালন ডি’অরজয়ী হিসেবে দেখলেও বুফন মনে করেন এবারই সবচেয়ে এগিয়ে তিনি।

পিএসজির ইতালীয় লিজেন্ড গোলরক্ষক বলেছেন, ‘তার যে গুণ, যেটা সে মাঠে দেখায় এবং বিশ্বকাপে যতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাতে ব্যালন ডি’অরের দাবিদার সে। আমি উল্টোটা বলতে পারি না।’

এমবাপ্পের প্রতিভায় মুগ্ধ বুফন, ‘ইতালিতে তাকে (রবার্তো) ব্যাজ্জিও, (আলেসান্দ্রো) দেল পিয়েরো ও (ফ্রান্সেস্কো) টট্টির সঙ্গে তুলনা করা হয়। কিন্তু তার অন্যরকম প্রতিভা ও কৌশলী গুণ আছে, যেটা আমি খুব কম দেখেছি। এটা অবিশ্বাস্য। সে যদি উদ্যমী হয় এবং স্বাভাবিক আচরণ ধরে রাখে, তাহলে অনেকদিন টিকবে।’

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৮ ১১:৫৫ পূর্বাহ্ণ