আজ শুক্রবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের দূর্গাপূজার। সব অশুভশক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয়ে ঘটবে এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। গত ৮ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীপক্ষ।
দশমীর দিন শুক্রবার হওয়ায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পূজার সব আনুষ্ঠানিকতা বন্ধ থাকবে। এরপর বিকেল ৩টায় ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে বিজয়ার শোভাযাত্রা শুরু হয়ে জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, পুলিশ হেড কোয়াটার, গোলাপ শাহ মাজার, গুলিস্থান, নবাবপুর, রায় সাহেব বাজার, সদরঘাটের ওয়াইজঘাট বিনা স্মতি ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে।
বর্তমান সরকারের অধীনে ধর্মীয় সম্প্রতি বৃদ্ধি পাওয়ায় এবছর পূজার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এবার সারাদেশে ৩১ হাজার ২৭২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। দু’এক জায়গায় ছোটখাটো অপ্রতীকর ঘটনা ছাড়া ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়েই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।