২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

উত্তরখানে বাসায় আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৫

রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হলো।

জানা গেছে, আজ বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ডাবলু মোল্লার (৩৩) মৃত্যু হয়। তার শরীরের ৬৫ শতাংশ পুড়েছিল।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

এর আগে এ ঘটনায় দগ্ধ আফরোজা আক্তার ‍পূর্ণিমা (৩০), সুফিয়া বেগম (৫০), আজিজুল ইসলাম (৩০) ও মুসলিমা (১৬) মারা যান। ‍পূর্ণিমার দেহের ৮০ শতাংশ এবং বাকিদের দেহের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার ভোরে উত্তরখানের ব্যাপারিপাড়ার ১১০/এ-১ নম্বর হোল্ডিংয়ের তিনতলা বাড়ির নিচ তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন।

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ