১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

দুই ম্যাচ নিষিদ্ধ উইন্ডিজ কোচ

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২১ অক্টোবর। ওই সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব পালন করা স্ট্রুয়ার্ট ল’কে। তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আগামী ২১ এবং ২৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডে ম্যাচে ড্রেসিংরুমে থাকতে পারবেন না। এছাড়া তাকে দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। জরিমানা করা হয়েছে ওই দুই ওয়ানডের পুরো ম্যাচ ফি।

কারণ স্টুয়ার্ট ল’ টিভি আম্পায়ার নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। আর এ কারণে শাস্তি দেওয়া হয়েছে তাকে। এর আগে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ডমিনিকা টেস্টের সময় ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয় ল’কে। তাছাড়া দেওয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট। সেবারও একই কাজ করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ কোচের বিরুদ্ধে আইসিসি’র ২.৭ ধারাতে দোষী বলা হয়েছে। এই ধারায় কোন ক্রিকেটার, আম্পায়ার, টিম ম্যানেজমেন্ট বা ম্যাচ অফিসিয়ালদের নামে নেতিবাচক মন্তব্য করার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।

গত ১২ অক্টোবর শুরু হওয়া হায়দরাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ কোচ টিভি আম্পায়ারের ওপর ক্ষোভ প্রকাশ করেন। দলের ব্যাটসম্যান কিওরেন পাউয়েল ৯ বলে শূন্য রানে আউট হয়ে ফিরে যাবার সময় রেগে মন্তব্য করে বসেন তিনি। অশ্বিনের বলে অজিঙ্গা রাহানের হাতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন পাউয়েল। কিন্তু রাহানে তার ক্যাচটি ঠিকঠাক ধরতে পেরেছিলেন কিনা তা নিয়ে ছিল সংশয়।

এরপর স্টুয়ার্ট ল ক্ষেপে গিয়ে টিভি আম্পায়ারের কক্ষে যাবেন বলে মন্তব্য করেন। এছাড়া চতুর্থ আম্পায়ারের কাছাকাছি চলে যান তিনি। এরপর নেতিবাচক মন্তব্য করেন। পরে ল’ এর বিরুদ্ধে অভিযোগ আনা হলে তিনি তার দোষ স্বীকার করে নেন। সেজন্য আলাদা করে আর শুনানির প্রয়োজন পড়েনি। স্টুয়ার্ট ল ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে না থাকলেও শেষ ওয়ানডে ম্যাচে এবং টি২০ সিরিজে দলের সঙ্গে থাকতে পারবেন।

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৮ ৫:৫৬ অপরাহ্ণ