২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৮

সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসসের

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল ও আইজিপিসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সৌদির স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটির।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) ও রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার তিনি মক্কায় ওমরাহ পালন করবেন।

চারদিনের সফর শেষে আগামী শুক্রবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৮ ৫:৪৬ অপরাহ্ণ