সস্তায় মিলবে পোশাক। সেই অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে আসা হতো শিকারকে। তারপরেই বাড়ির মধ্যেই চলত নৃশংস কাজ। খবর অনুযায়ী, মেক্সিকোর বাসিন্দা এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ২০ নারীকে খুনের অভিযোগ রয়েছে।
জানা গেছে, বিভিন্ন নারীদের সস্তায় কাপড় বিক্রি করা হবে বলে বাড়িতে নিয়ে আসত প্যাট্রিসিয়া। তারপর সেই নারীদের খুন করত প্যাট্রিসিয়া ও তার স্বামী হুয়ান কার্লোস। হুয়ান সেই সব নারীদের মৃতদেহের সঙ্গে ঘনিষ্ঠতায় লিপ্ত হত। পরে মৃতদেহগুলি ছোট ছোট টুকরো করে নিজেদের পোষ্য কুকুরদের খেতে দিত তারা।
কিছুদিন আগে গোপন সূত্র মারফত খবর পেয়ে তদন্ত নামে পুলিশ। সেই দম্পতির বাড়ির আাশেপাশে থেকে বেশ কিছু দেহের অংশ মিলেছে। প্যাট্রিসিয়া ও হুয়ান মানসিক বিকারগ্রস্ত বলে জানিয়েছে পুলিশ। তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে।