১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

বেরিয়ে আসছে অনেক ঘটনা

হচ্ছেটা কী বলিউডে? যৌন হেনস্তা নিয়ে অভিনেত্রী তনুশ্রী দত্ত মুখ খোলার পর ‘#মিটু’ আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা ইন্ডাস্ট্রিতে। একে একে বলিউডের অনেক অভিনেত্রী, গায়িকা হেনস্তা নিয়ে কথা বলছেন। এত দিন শুধু পরিচালক, প্রযোজক, গায়ক ও অভিনেতারা ‘#মিটু’ ঝড়ের কবলে পড়েছিলেন। এবার এই ঝড়ে আক্রান্ত বলিউডের রথী-মহারথীরা।

একের পর এক থলের বেড়াল বেরিয়ে আসছে। ‘#মিটু’ আন্দোলনে এবার এমন সব তারকার নাম উঠে এসেছে, যা শুনলে সত্যি হজম করতে অসুবিধা হবে। সাধারণ মানুষ এই সুপারস্টারদের নিয়ে ফ্যান্টাসির দুনিয়ায় বসবাস করেন। ‘#মিটু’র সৌজন্যে তাদের জীবনের কালো কিছু অতীত প্রকাশ্যে এসে গেছে। এই আন্দোলন এবার মুখোশ খুলে দিয়েছে অমিতাভ বচ্চন, সালমান খান, ভূষণ কুমার, শত্রু সিনহা, সাজিদ খানদের।

সালমান খান আর তার পরিবারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন ছোটপর্দার অভিনেত্রী ও ‘বিগ বস’-এর সাবেক প্রতিযোগী পূজা মিশ্র। পাশাপাশি আরবাজ খান ও শত্রু সিনহার ওপর ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছেন। এই অভিনেত্রীর আরও অভিযোগ, তার বাবাকে পর্যন্ত প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পূজা মিশ্র বলেন, “‘সুলতান’ ছবির কাজের সময় এই দুই পরিবার (সালমান ও শত্রুঘ্ন) আমাকে যৌন হেনস্তা করেছে।”

‘#মিটু’ নিয়ে এত দিন নিজের মুখ বন্ধ রেখেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। এমনকি ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির ট্রেলার লঞ্চের সময় ‘বিগ বি’ এ প্রসঙ্গ খুব সুন্দরভাবে এড়িয়ে গেছেন। তা নিয়ে তনুশ্রী দত্ত তাকে কটাক্ষও করেছিলেন। সম্প্রতি নিজের জন্মদিনে এক সাক্ষাৎকারে ‘#মিটু’ নিয়ে অমিতাভ প্রথম মুখ খোলেন। সাক্ষাৎকারটি অভিনেতা তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। একজন টুইটার ব্যবহারকারী তার এই পোস্টকে টুইট করেন। আর এই ব্যবহারকারী টুইট করে লিখেছেন, “অমিতাভ বচ্চন ‘#মিটু’কে সমর্থন করেছেন।”

তার এই টুইটকে রিটুইট করেন তারকাদের হেয়ার স্টাইলিশ এবং ‘বিগ বস’-এর সাবেক প্রতিযোগী স্বপ্না ভাবনানী। তিনি বলেন, “এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। স্যার, ‘পিঙ্ক’ ছবিতে এসেছেন এবং গেছেন। এবার আপনার প্রতিবাদী ইমেজ বদলে যাবে। আপনার সত্যি শিগগিরই সবার সামনে চলে আসবে। মনে হচ্ছে, এর পর শুধু নখ খাওয়া আপনার জন্য যথেষ্ট হবে না, আপনি নিজের পুরো হাতই চিবিয়ে খাবেন।” স্বপ্নার এই টুইটের জবাবে অমিতাভ বচ্চনের কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি।

বলিউডের নামি প্রযোজক এবং টি সিরিজ কোম্পানির মালিক ভূষণ কুমারের নামও জড়িয়ে পড়ল ‘#মিটু’ অভিযানে। এক অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভূষণ কুমার তাকে তিনটি ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। আর এর পরিবর্তে এ প্রযোজক তার সঙ্গে রাত্রিযাপন করতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে প্রয়াত গুলশান কুমারের ছেলে ভূষণ কুমার বলেন, ‘এ অভিযোগ মিথ্যা।’

জনপ্রিয় নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এর পরই তাকে ‘হাউজফুল ৪’ ছবির পরিচালকের পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আর অভিযোগ ওঠামাত্র ছবির শুটিং বন্ধ করে দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। অন্তত তিনজন নারী অভিযোগ তুলেছেন সাজিদ খানের বিরুদ্ধে। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সালুনি চোপড়া, র‌্যাচেল হোয়াইট ও সাংবাদিক কারিশমা উপাধ্যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানিয়েছেন, তাদের সঙ্গে সাজিদ খানের উৎপীড়নমূলক অন্যায় আচরণের ঘটনা। তাদের দাবি, প্রত্যেকের কাছেই নোংরা আবদার করেছেন সাজিদ খান, দিয়েছেন কুপ্রস্তাব। এদের মধ্যে সাংবাদিক কারিশমার করা অভিযোগটি ভয়াবহ। আর সালুনিকে জানিয়ে দেওয়া হয়েছিল, যা বলবে তা না করলে ছবিতেই নেবেন না সাজিদ।
অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত অভিযোগ তোলার পর যৌন হয়রানি ও ধর্ষণ নিয়ে মুখ খুলছেন বলিউডের অনেকে।

পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে কঙ্গনা রানাউত ও নয়নী দীক্ষিত, সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী, অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে বিনতা নন্দা ও সন্ধ্যা মৃদুল, সংগীতশিল্পী কৈলাশ খেরের বিরুদ্ধে গায়িকা সোনা মহাপাত্র ও আলোকচিত্রী-সাংবাদিক নাতাশা হেমরাজানি, পরিচালক কুশান নন্দী ও অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে চিত্রাঙ্গদা সিং, রজত কাপুরের বিরুদ্ধে তিন নারী, মডেল জুলফি সৈয়দের বিরুদ্ধে এক আলোকচিত্রী, প্রযোজক গৌরাঙ্গ দোশির বিরুদ্ধে ‘স্ত্রী’খ্যাত অভিনেত্রী ফোরা সাইনি এবং কবি-গীতিকার বৈরামুথুর বিরুদ্ধে গায়িকা চিন্ময়ী অভিযোগ তুলেছেন।

এ ছাড়া অভিযোগ উঠেছে আনু মালিক, অভিজিৎ ভট্টাচার্য, উৎসব চক্রবর্তীসহ অনেকের নামে। পরিচালক সুভাষ কাপুরকে নিয়েও এমন কিছু ছড়িয়ে পড়ায় তার ‘মোগল’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন আমির খান। এখন দেখার বিষয়, ‘#মিটু’ ঝড়ে আর কত মুখোশ উন্মোচিত হয়।

-সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৮ ৯:৪৭ পূর্বাহ্ণ