১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার মেলানিয়া ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন ইস্যুতে বহুবার আলোচনায় এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (৪৮)। সম্প্রতি তিনি এক চাঞ্চল্যকর মন্তব্য করে আবারও আলোড়ন সৃষ্টি করেছেন। চলতি মাসে তিনি আফ্রিকা সফরকালে এবিসি চ্যানেলকে এক সাক্ষাৎকার দেন। সেখানে সাইবার বুলিং বা অনলাইনে উত্ত্যক্ত করা নিয়ে এক প্রশ্নের জবাবে মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনিই সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার কোনো নারী। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রকাশ করেছে চ্যানেলটি।

আফ্রিকার কয়েকটি দেশে গত সপ্তাহে মার্কিন ফার্স্ট লেডি হিসেবে প্রথমবার একক সফরে করেন মেলানিয়া। তার নিজের ‘বি বেস্ট’ ক্যাম্পেইন এবং নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে কাজ করতেই এ সফর বলে জানিয়েছিলেন তিনি। এ সময় মেলানিয়া বলেন, ‘আমি বলতে পারি, বিশ্বে আমিই সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার।’ এ সময় মেলানিয়ার কাছে জানতে চান, ‘সত্যি আপনি পৃথিবীর সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার? উত্তরে মেলানিয়া বলেন, ‘যদি আপনি সত্যিকারার্থে দেখেন লোকজন আমার সম্পর্কে কী বলে, তাহলেই সব বুঝতে পারবেন।’

তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মার্কিন ফার্স্ট লেডি। সূত্র: এএফপি

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৮ ১০:৫১ পূর্বাহ্ণ