১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

গ্রেনেড হামলার রায় প্রমাণ করে বিএনপি এ হত্যাকাণ্ডের জন্য দায়ী: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সকল তথ্য প্রমাণ করে বিএনপি এ হত্যাকাণ্ডের জন্য দায়ী। তিনি বলেন, ‘এজন্য আমরা হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবি করছি।’

হানিফ বলেন, এই হত্যাকাণ্ডের রায়ের মধ্যে দিয়ে পরিষ্কার যে, হত্যার ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশে যে রাজনীতি শুরু করেছিলেন তারই ধারাবাহিকতা বিএনপি এখনও বহন করে যাচ্ছে।

আয়োমী লীগের যুগ্ম সম্পাদক আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দিশা টাওয়ারে ঢাকাস্থ কুষ্টিয়া সমিতির আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ‘বিএনপির রায় প্রত্যাখান’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, শুধু ২১ আগস্ট নয়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং ৩ নভেম্বর জেল হত্যার মধ্যে দিয়ে এটা আজ প্রমাণিত বিএনপি কোন রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন। তাই এই রায়ের পর বিএনপির আর রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না।

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৮ ৬:৩৯ অপরাহ্ণ