১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

রাজশাহীতে আছড়ে পড়ল হেলিকপ্টার, অক্ষত ফরিদুর রেজা সাগর ও ব্রাউনিয়া

রাজশাহীর গোদাগাড়ীতে চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ছয়জনকে বহনকারী একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ হেলিকপ্টারে থাকা সবাই অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ