১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৫

খুলনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে প্রত্যাখ্যান করে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।

তিনি বলেন, এ রায় উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালন ও আইনী প্রক্রিয়ার মাধ্যমে এ রায়ের মোকাবেলা করা হবে।

বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, খান জুলফিকার আলী জুলু, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, চৌধুরী কওসার আলী, খান আলী মুনসুর, মেজবাউল আলম, আবুল খয়ের খান, মোল্লা খায়রুল ইসলাম, মোস্তফা উল বারী লাভলু।

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৮ ৪:৩৬ অপরাহ্ণ