১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

কাজী নজরুল ইসলামের বায়োগ্রাফির শুটিং শুরু

শুরু হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’র শুটিং। ৫ অক্টোবর শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং। নজরুলের কিশোর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কেক কাটার মাধ্যমে ডকুফিল্মটির শুটিং শুরু করেন এর পরিচালক ফেরদৌস খান।

ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত নজরুল কেন্দ্রে অনুষ্ঠিত এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম উদ্দিন আহমেদ এবং কাজী নজরুল ইসলামের লজিং অভিভাবক বিচুতিয়া বেপারি পরিবারের সদস্যরা।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘জাতীয় কবির অনেক স্মৃতি বিজররিত ত্রিশাল। তাই ত্রিশাল থেকেই শুরু হলো এর শুটিং।এখানকার কাজীর সিমলা গ্রামের দারোগা রফিজউল্লা আসানসোলের রুটির দোকানে কাজ করা দুখু মিয়াকে সঙ্গে নিয়ে এসে দরিরামপুর স্কুলে ভর্তি করান। শুরু হলো জাতীয় কবির আবার পড়াশোনা। আশা করি এখানে শুটিং সুন্দরভাবেই সম্পন্য করতে পারবো।’

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ