ঢালিউডের আলোচিত ছবি ‘দেবী’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ অক্টোবর। মঙ্গলবার ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা গেছে রানু বসে সামনে চেয়ে আছেন। পেছনে দাঁড়িয়ে মিসির আলী তাকে দেখছেন।
পোস্টারটি ভালো করে দেখলে চোখে পড়বে অন্য এক নারীর ছায়ামূতি। আলো-আঁধারির ছায়ায় দাঁড়িয়ে থাকা সেই নারী কে তা বোঝা যাচ্ছে না। আনমনে বসে থাকা রানুর সামনে একটি হাত আছে যা তাকে ধরতে চাইছে।
‘দেবী’ ছবিটি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ছবিতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং মিসির আলী চরিত্রে চঞ্চল চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া ও ইরেশ জাকের
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

